নরওয়েতে রুশ পর্যটকদের ওপর বিধিনিষেধ আরও জোরদার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা চালানোর জন্য রুশ পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেছে নরওয়ে। দেশটির বিচারমন্ত্রী এমিলি এঞ্জার মেহল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ন্যাটো সদস্য রাষ্ট্র নরওয়ে রাশিয়ার প্রতিবেশী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালে। এ যুদ্ধকে কেন্দ্র করে রুশ পর্যটকদের ওপর প্রথমবারের মতো বিধিনিষেধ আরোপ করেছিল নরওয়ে।
এমিলি এঞ্জার মেহল বিবৃতিতে বলেন, ‘এবারের নেয়া সিদ্ধান্তে যেসব রাশিয়ান ভ্রমণ কিংবা সাধারণ কোনও উদ্দেশ্যে নরওয়েতে প্রবেশ করতে চাইবে, তাদের ভিসা বাতিল করা হবে। তবে কেউ যদি নরওয়েতে বসবাসকারী ঘনিষ্ঠ পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি চায়, সে ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।’
ইউক্রেনে রাশিয়ার অবৈধ হামলা চালানোর জন্যই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। এর মধ্যদিয়ে ইউক্রেন ও নরওয়ের পারস্পরিক বন্ধুত্ব প্রকাশ পায় বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী।
চলতি বছরের ২৯ মে থেকে এ নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। 
২০২২ সালে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন দেশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.