নবাবগঞ্জ সরকারী কলেজে গণহত্যা দিবসে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২৫ শে মার্চ গণহত্যা দিবসে নবাবগঞ্জ সরকারী কলেজে স্মৃতিচারণ, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শণী হয়েছে। সোমবার সকালে কলেজের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার এবং আঞ্চলিক ইতিহাস সংগ্রহশালায় এই সভা ও প্রদর্শণী হয়। স্মৃতিচারণ, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম।
গণহত্যা দিবসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম, কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক, আরবি বিভাগের প্রভাষক হাবিবুল্লাহসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন কলেজের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রজব আলী, সহযোগী অধ্যাপক দুরুল হোদা, সহযোগী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক আব্দুর রকিব, সহকারী অধ্যাপক উদ্ভিদ ফাতেমা পারভীন, সহকারী অধ্যাপক সাগরী খাতুন, প্রভাষক আব্দুর রাজ্জাক, লুৎফন নাহার, আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.