নবম-দশম শ্রেণীতে থাকছে না কোনো বিভাগ : শিক্ষামন্ত্রী

বিটিসি নিউজ ডেস্ক: নতুন কারিকুলামে নবম-দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে না। স্কুলের ১০ বছরে সব ধরনের শিক্ষাই নিতে হবে শিক্ষার্থীদের।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেছেন, খুব শিগগিরই নতুন কারিকুলামের চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, আপনারা জানেন যে আমাদের কারিকুলামের পুরো পর্যালোচনা হচ্ছে। খুব শিগগিরিই চূড়ান্ত রূপটি প্রকাশ করব। সেখানে কিন্তু আমাদের সকল ধরনের শিক্ষাতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা এই বিভাগ গুলো নবম-দশম শ্রেণীতে আর রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের ১০টি বছর শেষ করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.