নন্দীগ্রামে আপন ভাতিজার আঘাতে চাচা’র মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আপন ভাতিজার লাঠির আঘাতে চাচা’র মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মথুরাপুর গ্রামে এঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে আইল দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজা মোঃ আব্দুল আহাদ তার আপন চাচা জামাল উদ্দিন কে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনা স্থলেই চাচা মোঃ জামাল উদ্দিন (৭০) মৃত্যুবরণ করেন।
মৃত জামাল উদ্দিন মথুরাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রহিমের পিতা।
জানা গেছে, আব্দুল আহাদ মৃত জামাল উদ্দিনের আপন ভাতিজা। ঘটনার সাথে আরও জড়িত আব্দুল জব্বারের ছেলে মোঃ হুসেন আলী মাস্টার (৪৪) মোঃ হাছেন আলী (৪২) এবং মৃত জমশেদ আলীর ছেলে মোঃ গোলাম হোসেন (৫০)।
এ ব্যাপারে নন্দীগ্রাম থানা পুলিশ অফিসার মোহাম্মদ নুর বিটিসি নিউজকে জানান, ঘটনার সাথে জড়িত হুসেন আলী মাস্টার কে আটক করা হয়েছে, বাঁকীদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.