নদী-খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহবান

খুলনা ব্যুরো: জলবায়ূ সহিষ্ণু বাংলাদশ গঠনের লক্ষে স্থানীয় আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিক পরামর্শ করার উদ্দেশ্যে গঠিত নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ (এনসিআরবি)’র এক সভা নগরীর সিডিপি সম্মেলন কক্ষে
আজ শুক্রবার (১৪  ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ আলী আহমদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এসএ কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব এ্যাড. আ ফ ম মহসীন, সিডিপি’র প্রধান সমন্বয়কারী মাে: আতিকুর রহমান টিপু, এ্যাড. মেহেদী ইনছার, ওয়েসডা’র নির্বাহী পরিচালক ডা: এসএমএ হক, শেখ বাহালুল আলম,সিডিপি’র ট্যাকনিক্যাল কা-অর্ডিনটর খাকন সিকদার, খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হােসেন বিপ্লব, গতি’র আনােয়ারা পারভীন আক্তার পরি, এনসিআরবি’র দপ্তর সম্পাদক এম মােস্তফা কামাল, শামীমা রহমান রুনী, এসএমএ রহিম প্রমুখ।
সভায় নগরীর জলাবদ্ধতা নিরসনে কেসিসি-জেলা প্রশাসন কর্তৃক নদী-খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহবান জানান। খাল দখলকারীরা উচ্ছেদের খবর পেয়ে স্ব-স্ব উদ্যাগে অনেক স্থাপনা ভেঙ্গে ফেললেও পরবর্তীতে আবার সেখানে স্থাপনা করা হচ্ছে।
এ বিষয় প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহনের জাের দাবী জানানাে হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.