নদীয়ায় পালিত হল আজ স্বাধীনতা দিবস! কিন্তু কেন? (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও, ১৮ই আগস্ট স্বাধীন হয়ে ছিল নদীয়া জেলার একাধিক স্থান। মূলত সেই কারণেই ১৫ই আগস্ট নয়, ১৮ই আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয় নদীয়ার শান্তিপুরে।
এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার (১৮ই আগস্ট) সকাল থেকে শান্তিপুর বাঁশির ও সুরে পড়ার মতো।
শান্তিপুরের একাধিক জায়গায় পতাকা উত্তোলন করা হয়। ভারত মাতাকে সম্মান জানিয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা যায় ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর নদীয়া জেলা সহ বেশ কয়েকটি জেলা পূর্ব বাংলার অধীনেই থেকে যায়। অতি কালে ১৮ই আগস্ট এইসব জায়গাগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়।
এই কারণেই ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয় নদীয়া জেলার শান্তিপুর সহ বেশ কয়েকটি জায়গায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.