নদীয়ায় পথ নাটিকার মাধ্যমে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচী (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: প্রতিদিন পথ দূর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ, তার অধিকাংশ টাই হয়ে থাকে বাইক দূর্ঘটনায়। আর বাইক দূর্ঘটনার অন্যতম কারন দেখা যায় হেলমেট বিহীন ও কানে ফোন নিয়ে বাইক চালায় বাইক আরোহীরা।
সাধারণ মানুষের মধ্যে এই অসচেতনতা দুর করতে ও সচেতনতা আনতে নদীয়ার নবদ্বীপে পৃথিবী ফাউন্ডেশন নামক এক সামাজিক সংগঠন এর উদ্যোগে ও কৃষ্ণ নগর জেলা পুলিশ, ও নবদ্বীপ থানার সহায়তায় সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচী গ্রহন করে।
এদিন সকালে সংগঠনে সদস্য সহ নবদ্বীপ থানার পুলিশ কর্মিরা একটি র‍্যালির মাধ্যমে শহরে ব্যস্ত তম এলাকা পোড়ামা তলা, রাধাবাজার মোড়ে একটি পথ নাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেয়।
শহরের বুকে সামাজিক সংগঠন এর এ হেন উদ্যোগে খুশি সকলেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.