নদীয়ার সিআরপিএফ জাওয়ানের গুলিবিদ্ধ মৃত্যুতে শোকের ছায়া

নদীয়া (ভারত) প্রতিনিধি: নদীয়ার বাসিন্দা, ছত্রিশগড়ের কর্মরত সিআরপিএফ জাওয়ানের গুলিবিদ্ধ মৃত্যুতে শোকের ছায়া। নদীয়ার দেবগ্রাম স্টেশন পাড়ার বাসিন্দা 35 বছর বয়সী যুবক রাজীব মন্ডল পিতা মুজিবুর রহমান সিআরপিএফ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 10 বছর আগে।
ছত্রিশগড়ে কর্মরত এই সেনা জাওয়ান গত অক্টোবর মাসের 8 তারিখে শেষ বারের জন্য বাড়িতে এসেছিলেন তিনি।
তারা তিন ভাই এবং তার বৃদ্ধ বাবা-মা স্ত্রী এবং অনুর্ধ্ব ৫ বছরের দুই কন্যা বর্তমান।
ছত্রিশগড়ের হেডকোয়ার্টার থেকে আজ সকাল সাতটা নাগাদ ফোন আসে, সেনা ছাউনির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে রাজীবের মৃত্যু হয়েছে ভোর তিনটে নাগাদ, মৃতদেহ বিমানে আসতে রাত হবে।
এর বেশি কিছু জানতে পারেননি বলেই জানান, রাজিবের মেজ ভাই আলামিন হোসেন।
শোকার্ত মা মসামি তেহানী শেখ জানান, গত চার দিন ধরে ছেলেকে ফোনে পাচ্ছিলাম না, ভেবে ছিলাম নেটওয়ার্কের সমস্যা। তবে শত অসুবিধার মধ্যে ও দিনে একবার হলেও টাওয়ারের কাছে এসে আমাকে ফোন করে।
স্ত্রী জানান কি কারণে এই ফায়ারিং যার ফলে শহীদ হতে হল তা আমাদের কাছে স্পষ্ট নয়। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।কফিনবন্দি শহীদের মৃতদেহ এসে পৌঁছবে রাত দশটায় বলেই অনুমান করছেন এলাকাবাসী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.