নদীয়ার রাণাঘাটে স্বাস্থ্যবিধি মেনে কন্যাশ্রী দিবশ পালন (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: আজ শনিবার (১৪ আগস্ট) মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যা মহাশয়ার স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প -বর্ষপূর্তী উপলক্ষে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে এই কন্যাশ্রী দিবস পালনের মাধ্যমে, সংবর্ধনা জ্ঞাপন করা হল কৃতি কন্যাশ্রীদের।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট থানার SDPO, শ্রী রাণা কর্মকার (SDO), শ্রী সঞ্জীব সেনাপতি (IC), শ্রী কোশলদেব বন্দোপাধযায় (পৌর প্রশাসক) সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল কন্যাশ্রীরা শপথ বাক্য পাঠ করেন এবং শপথ নেন যে আগামী দিনে তারা এই প্রকল্পের প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত রাণাঘাটের SDO শ্রী রাণা কর্মকার মহাশয় তার ক্ষুদ্র বক্তবের মাধ্যমে বলেন-অর্থনৈতিক অনটনের কারণে যাতে কোন কন্যাশ্রী তার শিক্ষা জীবনে পিছিয়ে না পড়েন তার জন্যেই মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প।
এই প্রকল্পের আওতা থেকে যেন কোন কন্যাশ্রী বঞ্চিত না হন তার দিকেঅ বিশেষ নজর দিতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক / প্রধান শিক্ষিকা দের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.