নদীয়ার ফের রাজনৈতিক হিংসায় তীব্র চাঞ্চল্য, বিজেপি পার্টি অফিস রাতের অন্ধকারে নিশ্চিহ্ন (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: নদীয়ার ফের রাজনৈতিক হিংসায় তীব্র চাঞ্চল্য। বিজেপি পার্টি অফিস রাতের অন্ধকারে নিশ্চিহ্ন! ভাঙ্গা হয়েছে জাতীয় পতাকা তোলার বেদী।
ভোট পরবর্তী হিংসা যে অব্যাহত ! তা আরওএকবার প্রমাণিত হলো নদীয়ার কল্যানীতে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায়! গতকাল মধ্যরাতে নদীয়ার কল্যাণী ১০নং ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয় ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।
খবর পেয়ে কল্যানী পুলিশ অধিকারীরা আসে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলেই জানালেন বিজেপির যুব নেতা শ্রীনিবাসন মন্ডল।
তিনি আরো বলেন, বিগত বিধানসভা নির্বাচনে তিন থেকে বেড়ে ৭৭টি বিধায়ক হয়েছে বিজেপির, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায়ধরাশায়ী তৃণমূল। আর তারই ক্ষোভে পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিলো, এবার টিভি, আলমারি সহ কাগজপত্র, আসবাবপত্র সমস্ত লোপাট করে দেয় রাতারাতি!
তৃণমূলের সন্ত্রাসের রোষানলে জাতীয় পতাকা তোলার শহীদ বেদীও বাদ যায়ন, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাও!
কিছু দুষ্কৃতী চিহ্নিতকরণ এর মাধ্যমে থানায় লিখিত অভিযোগ করা হবে আজই! বলে জানান ঐ বিজেপি যুব নেতা। তবে তৃণমূল তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির অন্তর্কলহ বলে আখ্যা দিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.