নতুন হটস্পট হতে যাচ্ছে সিরাজগঞ্জ বেলকুচি !

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। নতুন হটস্পট হতে যাচ্ছে সিরাজগঞ্জ বেলকুচি। আজ সোমবার ১৫/০৬/২০, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলায় আজকে পজিটিভ কেস ২৯ টি (বেলকুচি-২৪ জন, উল্লাপাড়া ০৫ জন)। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সাজন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে প্রায় প্রত্যেক উপজেলাতেই করোনা রোগী রয়েছে।

মোট উপজেলা ভিত্তিক আক্রান্ত.. বেলকুচি – ৬১ জন উল্লাপাড়া- ১১ জন। অন্যান্য উপজেলার পরিসংখ্যান অপরিবর্তিত রয়েছে সিরাজগঞ্জ সদর- ৪৮ জন, কাজিপুর- ০৯ জন, তাড়াশ- ০৯ জন, শাহজাদপুর- ১৩ জন, রায়গঞ্জ – ৩১ জন, কামারখন্দ- ০৪ জন, চৌহালী – ৩৩ জন।

মোট আক্রান্ত সংখ্যা – ২১৯ জন সুস্থ হয়েছেন- ১৮ জন । মৃত্যু – ০৩ জন। সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন লকডাউন সময়ের দাবী। অন্যথায় বড় বিপর্যয়ের সম্ভাবনা থেকেই যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.