নতুন বছরের শুরুতেই এলো নতুন অতিথি “আই এইচ ইউ”

কলকাতা (ভারত) প্রতিনিধি: একের পর এক নতুন অতিথির আগমনে সেবা করতে গিয়ে দেশ হয়ে উঠছে ক্লান্ত,শ্রান্ত ও অর্থনৈতিক দিক দিয়ে ভারসাম্যহীন। নতুন এই অতিথিটির নাম “আই এইচ ইউ” ভাইরাস।
আদিস্থান-দক্ষিণ আফ্রিকা মহাদেশের ক্যামারুণে।সেখান থেকে অতিথি হয়ে আপাতত ফ্রান্সে আতিথেয়তা গ্রহণ করছে। বারোজন ফ্রান্সের অদিবাসির বাড়িতে হানা মেরেছে বলে খবর।
ফ্রান্সের বিজ্ঞানিরা ইতিমধ্যেই গবেষণা করে দেখেছে ১০ই ডিসেম্বর প্রথম আফ্রিকা মহাদেশ থেকে এর আগমন হয় এবং প্রায় ১২টি ফ্রান্সের অদিবাসিদের এই নতুন করোনার ভ্যারিয়েন্ট “আই এইচ ইউ” ৪৬ বার মিউটেড হয়ে থাবা বসাবার জন্য ওত পেতে রয়েছে। কতটা মারাত্মক হবে এই ভাইরাস বা কি তার গতিপ্রকৃতি গবেষণার বিষয়।
আরেকটু আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে ফ্রান্সের গবেষণাগারে নিরলসভাবে চলছে তার চরিত্র বোঝার। এপর্যন্ত যতটা জানা গেছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট”আই এইচ ইউ”নিমেষেই মানব শরীরে আক্রমণ করতে পারে এবং ভ্যাকসিন প্রতিরোধী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.