নতুন খাত সৃষ্টি করে রাসিকের আয় বৃদ্ধি করা হবে : মেয়র লিটন


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, হোল্ডিং ট্যাক্সের উপর নির্ভরশীল না থেকে আয়ের নতুন খাত সৃষ্টির মধ্যে দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনকে শক্ত আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। নির্মাণাধীন মার্কেটের দোকান বরাদ্দ, সিটি ইউনিভার্সিটি স্থাপন, হাসপাতাল নির্মাণ, জমি ক্রয়-বিক্রয়, সিএনজি ষ্টেশন স্থাপন করে সিটি কর্পোরেশনের আর্থিক বুনিয়াদকে শক্ত অবস্থানে নিয়ে যেতে চাই।

মেয়র আরো বলেন, মেধা, প্রজ্ঞা যোগ্যতা দিয়ে এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে হবে। বকেয়া সকল ট্যাক্স আদায় করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা আর আগের অবস্থায় থাকতে চাইনা। বিগত মেয়াদে আয়ের নতুন খাত সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। নানা প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায়।

বর্তমান মেয়াদে ১০৩ কোটি টাকা দেনা নিয়ে দায়িত্ব গ্রহণ করি। পরিকল্পিতভাবে সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে বর্তমান পরিষদ নিরলসভাবে দায়িত্ব পালন করছে। যার ফলে সঠিক সময়ে বেতন ভাতা প্রদান করে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরিফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপ প্রধান অ্যাসেসর গোলাম রাব্বানীসহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.