নগরীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবীতে রোববার সকালে নগরীর মালোপাড়াস্থ দলীয় অফিসের সামনের প্রধান সড়কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল সামনের দিকে এগুতে থাকলে পুলিশ বাধা প্রদান করে। পুলিশ বাধা দেওয়ায় সেখানেই তারা সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রিমন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মুজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যুগ্ম আহবায়ক আখতার জাহান, আবেদুর রেজা রিপন, আনন্দ কুমার, আব্দুল ওয়াদুদ বাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আলিম রাসেল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মীর তারেক, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব, বিভিন্ন ওয়ার্ডেও সভাপতিবৃন্দ আনোয়ার, আক্কাস, মাসুম, শামসুল, জর্জ, নাদিম, সম্্রাট, সাধারণ সম্পাদকবৃন্দ মমিন, আলমগীর, কামাল, আখতার, শাহিন, সেলিম, রিপন, সাংগঠনিক সম্পাদকবৃন্দ মাসুম, শিমুর, আলাউদ্দিন ও লিটন সহ বিভিন্ন ওয়ার্ডেও নেতৃবৃন্দ ।

বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সুচিকিৎসা করার দাবী জানান। সেইসাথে আগামী মাসের ৮ তারিখের মধ্যে বেগম জিয়াকে জামিন না দিলে অবৈধ ও অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর পতনের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারী প্রদান করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.