নকল বিড়িতে সরকার হারাচ্ছে রাজস্ব ক্ষতিগ্রস্থ হচ্ছে বিড়ি শিল্প মালিকরা

প্রেস বিজ্ঞপ্তি: কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিড়ি বিত্রি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আর প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করেছেন যশোর জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন।
রবিবার বেলা ১১ টায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি থেকে এ দাবি করেন বিড়ি শ্রমিক নেতারা।
মানববন্ধন শেষে যশোর কাস্টমসএক্সাইজ ও ভ্যাট অফিসের কমিশনার মোয়াজ্জেম হোসেন বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি গুলো- বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিককের মজুরী বৃদ্ধি করাযাচাই-বাছাই ব্যাতিরেকে (অনলাইন) লাইসেন্সসহ রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করাসিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করাবহুজাতিক কোম্পানীর সিগারেটের মূল্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেনব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর ষড়যন্ত্রে দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ফলে বেকার হয়ে লক্ষ লক্ষ শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে বহুজাতিক কোম্পানির সিগারেটের মূল্য বৃদ্ধি করতে হবে। এছাড়া সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করতে হবে। একইসাথে সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে অস্তিত্বহীন বিড়ি কারখানার লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে।
মানববন্ধনে শ্রমিকদের হাতে হাতে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পনী বন্ধ করা করতে হবেদেশ থেকে বহুজাতিক বেনিয়া হঁটাও বিড়ি শ্রমিক বাঁচাওঅসাধু দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তার বিচার চাই বিচার চাইবিড়ির শুল্ক কমলে নকল বিড়ি বন্ধ হবেব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফুসফুস পড়ায় এদেশে টাকা পাচার করে বিদেশেসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গালীসাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ-সভাপতি নাজিম উদ্দিনসাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরপ্রচার সম্পাদক শামীম ইসলামকার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমূখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.