নওগাঁয় ‘সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে গণসচেতনামুলক’ লিফলেট বিতরণ

নওগাঁ প্রতিনিধি: ‘ট্রাফিক আইন ভাঙবো না-জরিমানা দিবো না’ স্লোগানে ‘নওগাঁয় ‘সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে গণসচেতনামুলক’ লিফলেট বিতরণ। অজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ ট্রাফিক বিভাগের আয়োজনে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, ডিবি অফিসার ইনচার্জ কেএম সামসুদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর সারোয়ার হোসেন, সদর থানার অপারেশন ইন্সপেক্টর তাজমিলুর রহমান, এসআই আব্দুল্লাহ আল মামুন সহ প্রমূখ। পরে শহরের দয়ালের মোড়, মুক্তির মোড়, ঢাকা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.