নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ দিনে ২২৫টি মামলা ও ২৫৪ জন গ্রেফতার

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গত ১০ দিনে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলা হয়েছে ২২৫টি। গত ১৯ মে থেকে ২৯ মে’১৮ পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয় বলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয় বিশেষ শাখা থেকে জানা জানানো হয়।

সুত্রমতে, পুলিশের মাদকবিরোধী এসব অভিযানে ২১ কেজি ৪৫৫ গ্রাম গাঁজা, ৫৫১ দশমিক ২৫ গ্রাম হেরোইন, ২০৯ পিচ অ্যাম্পল, ১ হাজার ৭৮৫ পিছ ইয়াবা, ৩০৪ লিটার চোলাই মদ এবং ৩৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রত্যয় ঘোষনার পর সারাদেশের ন্যায় নওগাঁতেও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়েছে এবং অব্যহৃত থাকবে। শুধু মাদক বিক্রেতা বা সেবী নয় কোনো পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.