নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ ও অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সহযোগীতায় ছিলেন, স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটসা উইমেনস রাইট্স প্রজেক্টের আর্থিক সহায়তায় ও ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায় নেট্জ বাংলাদেশ এর বাস্তবায়নে ডাসকো ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

ডাসকো ফাউন্ডেশনের আবায়ক ও রানী রানীর নির্বাহী পরিচালক ফজলুল হক খান এর সভাপতিত্বে ও ডাসকো ফাউন্ডেশন পোরশা নওগাঁর ট্রেনিং এন্ড এডভোকেসি অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনা করেন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসারমাহমুদা বানু, প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল ও ডাসকো ফাউন্ডেশন পোরশা নওগাঁর ফিল্ অফিসার ভানু রানী।

নারী অধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের লক্ষ্যে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.