নওগাঁর মান্দা-বাঘমারা ও আত্রাই উপজেলার সড়কের মানউন্নয়ন ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা-বাঘমারা ও আত্রাই উপজেলার সড়কের মানউন্নয়ন ও প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় মান্দার ফেরিঘাটে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের ফলক উন্মোচন করেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মোহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, মান্দা উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, তদন্ত ওসি মাহবুব আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করীম সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

প্রথম দফায় মান্দা ফেরিঘাট হতে করোটিপাড়া পর্যন্ত প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ১৩কিলোমিটার রাস্তার ১৮ফিট প্রশস্তকরণ এ কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেড ও কামাল অ্যাসোসিয়েট।

পরে কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.