বদলগাছীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আমদানী নিষিদ্ধ অবৈধ ভারতীয় তৈরী ষাট বোতল ফেন্সিডিল সহ আকাশ (২১), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই অভিযানে নেতৃত্বদেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র একটি চৌকস দল।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় (ওসি) ডিবি কেএম শামসুদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বদলগাছী থানাধীন চাকরাইল এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময় পত্নীতলার গগনপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আখতারুজ্জামান আকাশকে ৬০ (ষাট) বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ ভারতীয় তৈরী ফেন্সিডিল ও বহনকৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল সহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, ডিবি’র (ওসি) কেএম শামসুদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটককৃত আকাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বদলগাছী থানায় দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.