নওগাঁর পোরশা সীমান্ত থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে আলমগীর হোসেন (২২) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী কে ধরে নিযে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল শনিবার সকালে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ প্রবেশের সময় সীমান্তের ২৩২ নং মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের ৬০ বিএসএফ ব্যাটালিয়নের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা।

বাংলাদেশী গরু ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের জনৈক সেন্টু মিয়ার ছেলে।

নওগাঁর ১৬ বিজিরি’র অধিনায়ক লে. কর্ণেল তুহিন মো. মাসুদ বিটিসি নিউজকে জানান, পোরশার নিতপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ফেরত আনতে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.