বগুড়ায় ডুবে যাওয়া দুই সহদোরের মধ্যে একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় যমুনা নদীতে ডুবে যাওয়া দুই সহোদর ভাইয়ের মধ্যে ওমর (১৬) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওমরের চাচা মনিরুজ্জামান বিটিসি নিউজকে বলেন, গত শুক্রবার যমুনা নদীতে তার ভাতিজাসহ ১১জন বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে গিয়ে তার দুই ভাতিজাকে নিয়ে ওমরের পিতা যমুনা নদীর পাকুরিয়া চরে সাঁতার শিখাচ্ছিলেন।

এসময় শিশু দুইটি পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার একেএম লতিফুল বারীর নেতৃত্বে ডুবুরী রাজ্জাক ও রিপন সকাল ১১টার সময় ওমরকে উদ্ধার করে।

ওমরের নিখোঁজ ভাই এর সন্ধানে এখনো উদ্ধার কাজ চলছে। অভিযানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আল্ ফাত্তা সামাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.