ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি, মণ্ডপ নিয়ে চিন্তা

(ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি, মণ্ডপ নিয়ে চিন্তা)
কলকাতা প্রতিনিধি: ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আজ শুক্রবারই তা অতিগভীর নিম্নচাপের চেহারা নিতে পারে। হাওয়াঅফিসের এই বার্তাই ভয় দেখাচ্ছে প্রশাসনকে।
আবহাওয়া দফতর সূত্রে খবর আজ শুক্রবারই এই নিম্নচাপ সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এর ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টি, সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর এদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায়। শহরাঞ্চলের নীচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে দিঘায় বেড়াতে যাওয়া মৎস্যজীবীদের।
সুন্দরবনে কাউকে বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। তৈরি থাকতে বলা হচ্ছে প্রতিটি থানাকে। সতর্ক করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
রাস্তায় পড়ে যাওয়া গাছ সরানো, গণপরিবহণ সচল রাখাই এখন চ্যালেঞ্জ প্রশাসনের। ঝোড়ো হাওয়ার সময়ে মণ্ডপের সামনে না থাকতে অনুরোধ করা হচ্ছে সবাইকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.