ধুলোমাখা মন

বিটিসি নিউজ ডেস্ক: লেখকে নয়ন: ভুলগুলো বুঝি ভুলে ভরা ছিলো?
তাই তো রাখিনি আকঁড়ে আর
পিছুটান যেটুকু ছিলো অবশিষ্ট …
অবলীলায় বাঁধনটুকু ছিন্ন করে 
তাই তো বলিনি আর ….
পাশে থেকো।
ফেরা আর না ফেরার হিসেবের খাতাটা
রইলো পড়ে ধুলোমাখা প্রলেপের আস্তরে, 
দু’চোখেতে নেমেছিল বুঝি আষাঢ়ের শ্রাবণ!
ঘুটঘুটে আধারের চাদরে মুড়ানো মন।
অসমাপ্ত গল্পের আলুথালু বেশ আর
অমানিশায় ছুটে চলা অভিমানী রেশ।
বাক্সবন্দী সুখগুলো আজ তাই
মন বাড়ীর ডুব সাঁতারে হারাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.