ধর্ষণের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। তোমার বোন, তোমার মা, আজ সম্ভ্রমহারা ধর্ষক তোমরা কারা’ এই শ্লোগান সামনে রেখে আজ বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পর্শ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার নারীসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ একাত্বতা ঘোষণা করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্পর্শ ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইনের সহ-সভাপতি রায়হান আলী, হেল্প লাইনের সদস্য শারমীন নাহার ও এনি খাতুন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষন বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। শুধু ধর্ষকের বিচার নয়, নারীদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় দাবী।

তাই দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা হউক, নইলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.