দেশে আপাতত কমছে না মূল্যবৃদ্ধি

কলকাতা (ভারত) প্রতিনিধি: দেশে আপাতত কমছে না মূল্যবৃদ্ধি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাফাইতে মূল্যবৃদ্ধি ইস্যুতে সন্তুষ্ট নন দেশের শীর্ষ ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী দেশে মূল্যবৃদ্ধির গতি কমবে।
কারণ হিসেবে বলা হয়েছে, কোভিড পরিস্থিতির উন্নতির সাথে সাথে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।
পরিকাঠামো, উৎপাদন ও নির্মাণ শিল্পের উন্নতি হচ্ছে। সামগ্রিক কর্মসংস্থান ও বৃদ্ধির মুখে। অর্থমন্ত্রকের রিভিউ প্রকাশের পর রিজার্ভ ব্যাঙ্ক তাদের মাসিক রিপোর্টে বলছে, সবকিছুর সাথে একমত হলেও মূল্যবৃদ্ধি এখনই কমবে না।
মুদ্রাস্ফিতির হার কমছে না। যেখানে মুদ্রাস্ফিতির হার ৪শতাংশের মধ্যে থাকার কথা বর্তমানে তা আছে ৬ শতাংশের কাছে। অর্থাত মূল্যবৃদ্ধি ঘটছেই এবং আপাতত তা বজায় থাকবে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট আগামী নিতীনির্ধারণ বৈঠকে কমাবার ইঙ্গিত দিয়েছে। যা অর্থনীতির কাছে সুসংবাদ হবে।
পাশাপাশি এবারে কৃষিক্ষেত্রে রেকর্ড বৃদ্ধি হওয়াতে তার প্রতিফলন খুচরো বাজারে হতে পারে বলে বলেন, রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যাইহোক আগামী নীতিনির্ধারণের বৈঠকের দিকে তাকিয়ে দেশের অর্থনীতি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.