দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে : মঈন খান

ঢাকা প্রতিনিধি: ‘দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘সরকার যেখানে হাত দিয়েছে, সেখানেই ব্যর্থ হয়েছে। শুধু রাজনীতিকে ধ্বংস করেনি, অর্থনীতিকেও ধ্বংস করেছে।’
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর শান্তিনগরে কারান্তরীণ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দুটি জায়গায় সফল হয়েছে। একটি হলো—বিরোধী দলকে দমন করতে, আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করতে। দেশের অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে।’
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে মঈন খান বলেন, ‘আজকে রোহিঙ্গা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। আর বিএনপি কি রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করেনি, একবার নয় দুবার করেছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.