দেশীয় সিগারেট শিল্প রক্ষার দাবীতে রাজশাহীতে অনশন কর্মসূচি পালিত


নিজস্ব প্রতিবেদক: মালিকানাধীন দেশীয় সিগারেট কোম্পানি বাঁচানোর দাবিতে রাজশাহীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) বেলা ১২টায় নগরীর জিরো পয়েন্টে সিগারেট কারখানায় কর্মরত কর্মচারি ও শ্রমিকরা ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তরা বাজেটে দেশীয় ব্যান্ডের তামাকজাত পণ্যের ওপর কর না বাড়ানো’ সিগারেট কোম্পানিগুলোর সুরক্ষাসহ শ্রমিক বাঁচানোর দাবি জানান। তারা বলেন,‘দেশে ব্যবসারত সিগারেট কোম্পানির অনেক ভাগ দেশীয় মালিকানাধীন।
দেশীয় ব্যান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তামাক শিল্পকে বাঁচাতে নিন্মস্র‌্যাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভ, কর নির্ধারণ হার কমানোসহ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে।
বিদেশিদের সাথে প্রতিযোগিতায় দেশীয় কোম্পানিগুলোকে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে। মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে লাখ লাখ শ্রমিক। এ সময় রাজশাহী অঞ্চলের দেশীয় সিগারেট শিল্পের শতভাগ দেশীয় মালিকানাধীন কর্মচারীবৃন্দের আহ্বায়ক শহিদুল ইসলাম সদস্য সচিব আবুল কালাম আজাদসহ কর্মচারি-শ্রমিক ও তামাক চাষীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.