রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুইজনই রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বে ও নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তারা।
আজ বুধবার (২ মার্চ) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ সত্তে¡ও অন্যান্য শারীরিক জটিলতায় দুইজন মারা গেছেন। দুইজনই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান দুইজন।
বর্তমানে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৪ জন, নাটোরের একজন, পাবনার ২ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গতকাল মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৪০টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর একটিতেও করোনা ধরা পড়েনি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৩২টিতে করোনা ধরা পড়েছে।
রাজশাহী জেলার ১০০টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়ে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১শতাংশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.