দেশসেরা ভ্রমন কন্যা এলিজা

ফেনী প্রতিনিধি:  তিন বছরে বাংলাদেশের ৬৪ জেলার প্রত্নতাত্ত্বিক  ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছেন  নারী বিশ্বপর্যটক এলিজা বিনতে এলাহী। বলধা গার্ডেন ঐতিহাসিক স্থান দিয়ে বাংলাদেশ ভ্রমণ শুরু হয় এলিজার।

তিনি এই উদ্যোগের নাম রাখেন ‘কোয়েস্ট: এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’।চট্টগ্রামের আনোয়ারা  ভ্রমন হয়ে  শেষ হলো  তার মিশন। ৬৪ জেলা ভ্রমণ শেষে তিনি জানান, এই ভ্রমণের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি জেলায় পেয়েছেন বিশ্বমানের বহু স্থাপনা।

দেশের প্রকৃতি ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে তুলে ধরাই ছিল আমার এই ভ্রমণের মূল উদ্দেশ্য। এসব নিয়ে বই, স্থিরচিত্র এবং তথ্যবহুল ছবির অ্যালবামও প্রকাশ করতে চান তিনি।

এবারের মতো ভ্রমণ সমাপ্ত হলেও পরবর্তীতে বিশদ গবেষণার জন্য আবারো বের হবেন বলে জানিয়েছেন এই ভ্রমণপিয়াসী।তিনি জানান, ১৯৯৯ সালে নেপালে প্রথম বিদেশ ভ্রমণে যান এলিজা।

৪৬টি দেশে বেড়িয়েছেন তিনি এশিয়া ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ২০১৬ ও ২০১৭ সালে বেরিয়েছে তার দুটি তথ্যবহুল প্রকাশনা এলিজা’স ট্রাভেল ডায়েরি ও এলিজা’স ট্রাভেল ডায়েরি-২।

প্রতিটি জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে আলাদাভাবে বই লেখার পরিকল্পনা আছে তার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.