দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের কৃষ্ণচূড়ার লালে সেজেছে নাটোর-বগুড়া মহাসড়ক

 

নাটোর প্রতিনিধি: নাটোর-বগুড়া মহাসড়কে গাছে গাছে লাল কৃষ্ণচূড়ায় প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ রুপ ধারণ করছে সড়কটি। গ্রীষ্মের দাবদাহে মানুষ আর পশু পাখি যখন বেসামাল, ঠিক তখনই কৃষ্ণচূড়ার ফুলে বিচিত্র রুপ নিয়েছে নাটোর-বগুড়া মহাসড়ক। যেন কৃষ্ণচূড়ার রঙ্গিন রঙে মেতেছে সড়কটি। প্রতিদিন উত্তরাঞ্চলের শত শত যানবাহন এ মহাসড়কটি দিয়ে চলাচল করে।

বর্তমানে এ সড়কে যাতায়াতকারীদের নজর কাঁড়ছে কৃষ্ণচূড়ার ফুল। সেই সাথে মন রাঙাচ্ছে।নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলা এলাকার খেজুরতলা, বন্দর,শেরকোল, নিংগইন, বালুভরা, সিংড়া বাসষ্ট্যান্ড, চৌগ্রাম, জামতলী, বাঁশের ব্রীজ নামক জায়গাগুলোতে কৃষ্ণচূড়া ফুলে ভরা গাছগুলো সত্যিই দৃষ্টি কাঁড়ে দর্শনার্থীদের।

এ সড়কে যাতায়াতকারী সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজের বাংলা বিভাগের ছাত্র শুভ চন্দ্র জানায়, ‘কৃষ্ণচূড়া ফুটার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। কৃষ্ণচূড়ার রং দিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক সাজতে শুরু করেছে। এ সড়কে যাতায়াতকারী সিংড়া পৌর শহরের মোল্লাপাড়া মহল্লার কলেজ ছাত্রী হাবিবা জানায়, নাটোর-বগুড়া মহাসড়ক দেখে সত্যিই খুব ভালো লাগে। ফুলগুলো দেখলে মন জুড়ায় যায়। যা সত্যিই অসাধারণ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.