দূর্গোৎসব উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ অব্যাহত


প্রেস বিজ্ঞপ্তি: শারদীয় দূর্গোৎসব উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্য্যালয়ে কয়েকটি মন্দিরের প্রতিনিধিদের মাঝে চেক বিতরণ করা হয়।

রাজশাহী মহানগরী সহ ৯টি উপজেলার প্রায় একশ মন্দিরকে দুই হাজার টাকা করে অনুদান দেয় জেলা পরিষদ। এর ধারাবাহিকতায় প্রায় ২০টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলেদেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান।

উল্লেখ, ১৫ অক্টোবর থেকে রাজশাহী জেলা পরিষদ দূর্গোৎসব উপলক্ষ্যে অনুদানের চেক বিতরণ শুরু করে।

NEWS FROM kabir tuhin. sonali sangbad. #

Comments are closed, but trackbacks and pingbacks are open.