দু’ সাংবাদিকের ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাবের প্রতিবাদ সভা

গাইবান্ধা প্রতিনিধি: গত ৩০ ডিসেম্বর বগুড়া নিশিন্দারা এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় নির্মানাধীন ঘরের অনিয়মের ছবি এবং স্বচিত্র প্রতিবেদন করতে গিয়ে বগুড়ার সময় টিভি সাংবাদিক মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলামকে মারধর, ক্যামেরা ও মোবাইল নিয়ে ভাংচুর করে। এর প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাব এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের অায়োজন করে।
আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) সকালে পৌরসভার  চৌমাথা মোড়ে প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার,গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান,পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলামসহ কমিটির সকল নেতৃবৃন্দ।
বক্তারা,উক্ত ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির  দাবী ও সাগর রুনি হত্যারও বিচারের দাবী জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের কার্যকারি সদস্য আশরাফুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.