দুর্নীতির দায়ে আর্জেন্টাইন ভাইস-প্রেসিডেন্টের কারাদণ্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দেশ কাঁপানো একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এই প্রভাবশালী রাজনীতিককে কারাদণ্ড দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে আদালত কারাদণ্ডের রায় দিলেও ক্রিস্টিনার কারাগারে যাওয়ার সম্ভাবনা নেই।
ক্রিস্টিনা ফার্নান্দেজ বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের শক্তিশালী ঘাঁটি পাতাগোনিয়া অঞ্চলে সরকারি কাজ প্রদানে অনিয়ম করেছেন।
দুই দশক ধরে আর্জেন্টিনার রাজনীতির কেন্দ্রে রয়েছেন ৬৯ বছর বয়সি ক্রিস্টিনা ফার্নান্দেজ। একই সময়ে তিনি জনগণের ভালোবাসা ও ঘৃণার মুখোমুখি হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.