দুর্গাপুরে যুগসাগ্নিকের শারদ পত্রিকার উদ্বোধন এবং সামাজিক কর্মকান্ডে সামিল 

কলকাতা প্রতিনিধি: গত ২১শে নভেম্বর শনিবার দুর্গাপুরের স্টিল টাউনশিপ অঞ্চলে রুম নাম্বার এইট্টিন হল ঘরে, অনুষ্ঠিত হয়ে গেল বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ” যুগসাগ্নিক” -এর শারদীয়া সংখ্যা ৷
এখানে উল্ল্যেখ যোগ্য যে শারদীয়া সংখ্যার সাথে একই মলাটে পত্রিকার বৈশাখ ও শ্রাবণ সংখ্যাও প্রকাশিত হয় এইদিন ৷ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি এবং সাহিত্যিকরা ৷
” যুগসাগ্নিক “-এর সঙ্গে জড়িত কবি সাহিত্যিক যারা দুর্গাপুর, আসানসোল ও কুলটি অঞ্চল থাকেন তাঁরা সকলেই ছিলেন অনুষ্ঠানে৷ চারশোজন কবির কবিতা, পঞ্চাশোর্ধ গল্প, অনুবাদ সাহিত্য, ভ্রমন, রম্যরচনা ও প্রায় কুড়িজন প্রাবন্ধিকের প্রবন্ধ নিয়ে এবার শারদ সংখ্যায় ছিল বিপুল আয়োজন ৷
” যুগসাগ্নিক ” বরাবরই সাহিত্য সংস্কৃতির সাথে মানবিকতাকে প্রধান্য দিয়েছে৷ বহুবার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আর সেদিনও তার অন্যথা হয়নি ৷
রানীগঞ্জ কাজোরাগ্রাম সংলগ্ন মাধবপুর গ্রামটা কোলিয়ারির ভয়ঙ্কর থাবায় সম্পূর্ণ মাটি নীচে চলে গেছে ৷ সেইসব অসহায় বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়ালো ঐদিনই যুগসাগ্নিক ৷
আশীজন শিশু কিশোরকে নতুন গরম শীতবস্ত্র, পঞ্চাশজন মহিলাকে নতুন শাড়ি, পঁচিশ জন পুরুষকে লুঙ্গি ও পঁয়ত্রিশটি পরিবারের হাতে কম্বল তুলে দেয় যুগসাগ্নিক ৷ কিশোরীরা শিশু কিশোরদের কপালে দই চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালিত হয় সাড়ম্বরে। এই উৎসবে উপস্থিত  সবাইকে মিষ্টি বিতরণ করা হয় ।
যুগসাগ্নিক বরাবরই দুস্থ মানুষের সেবাকে সাহিত্য সংস্কৃতির একটা অঙ্গ হিসাবে চিহ্নিত কেরেছে এবং অসহায় মানুষের পাশে থেকেছে ৷
” যুগসাগ্নিক ” -কের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা বিটিসিনিউজ -এর (বাংলাদেশ) www.btcnews.com.bd পক্ষ থেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.