দুর্গম চরাঞ্চলে ফেসবুকের কল্যাণে বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে যমুনার দুর্গম চরাঞ্চলের পানিবন্দি বানভাসি অসহায় মানুষগুলোর দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ফেসবুক মানবতার ফেরিওয়ালা’ খ্যাত মানুষ বিশ্বাস।
আজ মঙ্গলবার সারাদিন কখনো কোমর পানিতে, কখনো বুক পানিতে ভিজে কখনো বৃষ্টিতে দুর্গম চরাঞ্চলের ৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুঠিয়া ও ভাটদিঘুলিয়া চরে এই খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।
তার এ কাজে আজকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শাহরীয়ার ইমন, জাকারিয়া ও মজিদ নামের তিন ব্যক্তি। প্রতি প্যাকেটে ছিল চাল ৫ কেজি, ময়দা ৫ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, চিনি হাফ কেজি, ডাল হাফ কেজি, স্যালাইন ৫ পিচ, লবণ ১ কেজি, শিশুদের জন্য ড্রাইকেক, পটেটো ও বিস্কুট ১০০ প্যাকেট।
মামুন বিশ্বাস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমি সকলের সহযোগীতা নিয়েই অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছিলাম।
মোট ৪৮ হাজার ৮৭০ টাকা অর্থ সহায়তা পেয়েছি। ইহার মধ্যে থেকে আজ মঙ্গলবার ৭০টি পরিবারকে মোট খরচ ৪৩ হাজার ৩০০ টাকার খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। হাতে এখনো ৫ হাজার ৫৭০ টাকা আছে।
মানুষের বড় ও ক্ষুদ্র দানগুলো যুক্ত করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এ কাজ চলমান থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.