ক্রাইস্টচার্চেও ‘সুযোগ’ টাইগারদের

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাঠে তিন ফরম্যাটে এই প্রথম কোনো জয় পেল টাইগাররা।
রোমাঞ্চকর এই জয় ভুলে এখন ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নজর টাইগারদের। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে এমনটিই বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ। 
বুধবার ঐতিহাসিক জয়ের পরপরই মুমিনুল বলেছেন, আজ আমি এই জয় (মাউন্ট মঙ্গানুই টেস্ট) ভুলে যেতে চাই। তাকাতে চাই ক্রাইস্টচার্চের পরের টেস্ট ম্যাচে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্রাইস্টচার্চেও ফেভারিট স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে বাংলাদেশেরও সুযোগ আছে।
মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের এত সমর্থক দেখে কিছুটা অবাক হয়েছেন তামিম। তিনি বলেন, আমাদের সমস্যা হলো, একটা জয় বা একটা ইনিংসের পর আমরা খুব তাড়াতাড়ি মতামত দেই। এ জয়ের পর আমার মনে হচ্ছে হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যান অনেক বেড়ে গেল। সবাই স্ট্যাটাস দিচ্ছে। ভালো সময়ে পাশে থাকাটা খুব সহজ। খারাপ সময়ে থাকাটা হলো সবচেয়ে কঠিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.