দীপা এন্টারপ্রাইজের উদ্যোগে ত্রান বিতরন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে শহরের শায়েস্থানগর হাই টাওয়ার মার্কেটের দীপা এন্টার প্রাইজের উদ্যোগে আজ শুক্রবার (১০ এপ্রিল) ত্রান বিতরন করা হয়েছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও সংক্রমিত হয়েছে মহামারি ভাইরাস করোনা।

তার পাশাপাশি আবার হবিগঞ্জের সকল জায়গায় লকডাউন। কিন্তু শোচনীয় অবস্থায় গরীবরা, সবকিছুই বন্ধ তারা কর্মই করবে কি আর খাবেই কি এমন বাক্যই যেন বয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়।

করোনায় আটকে পড়া মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টায় আজ ত্রান বিতরন করলেন শায়েস্থানগরের দীপা এন্টারপ্রাইজের প্রোপাইটর লিটন দেব।

লিটন দেবের পক্ষ থেকে দরিদ্র পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

দীপা এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

খাদ্যদব্যের মধ্যে রয়েছে ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি পেয়াজ,৫০০ গ্রাম তেলসহ আরো অন্যান্য জিনিস।

লিটন দেব বিটিসি নিউজকে জানায়, যে যতদিন এই মহামারি দুর্যোগ থাকবে ততদিন তারা গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করবে।

তিনি সকলের উদ্দেশ্যে বলছেন যে আমরা যারা প্রভাবশালী মানুষ আছি সবাই যদি এই অসহায় মানুষদের পাশে দ্বারাই তাহলে তাদের ক্ষুধা নিবারন করতে এত কষ্ট হবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.