দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) তার নিজ বাসভবন থেকে মদ নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক নেতা মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় গ্রেপ্তার হলেন। এ বিষয়ে আম আদমি পার্টি থেকে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেও তার পদে অধিষ্ঠিত থাকবেন।
দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে প্রায় দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সন্ধ্যার আগে ইডির একটি দল কেজরিওয়ালের বাসভবনে পৌঁছায়। এই ঘটনার পর দিল্লি পুলিশ তার বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করেছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.