দিনাজপুরে ঘুষ নিয়ে হাতেনাতে ধরা গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী

দিনাজপুর প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ চাওয়ার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে জেলা দুর্নীতি দমন কমিশন।
সোমবার (৪ মার্চ) বিকেলে কমিশন থেকে মামলা অনুমোদনের পর মুহাম্মদ মোর্শেদ আলমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ নুর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে দুদকের একটি  এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর কার্যালয়ে অভিযান চালায়। উপ-সহকারী প্রকৌশলী মোর্শেদ আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রিভাইজড প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ এবং প্লটের বাণিজ্যিক অনুমোদনের জন্য ঘুষ দাবি করেছেন।
অভিযোগকারী মুহাম্মদ মোর্শেদ আলমকে প্লটের বাণিজ্যিক অনুমোদনের জন্য ঘুষ বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা দেয়ার কিছুক্ষণ পর দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে তার কক্ষ থেকে টাকা উদ্ধার করে। এসময় দুদকের টিম রেকর্ডপত্রও জব্দ করে। পরে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন রেকর্ডপত্র যাচাই করে একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন আজ বিকেলে ৪টায় আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠান।
এ ব্যাপারে জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিটিসি নিউজকে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.