দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভৈরবী’র আয়োজনে পালিত হলো “শুভ নববর্ষ ১৪৩১” অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি: ভৈরবী দিনাজপুর এর আয়োজনে ও কৃষ্টি বন্ধন দিনাজপুর এর সহযোগিতায় পালিত হলো “শুভ নববর্ষ ১৪৩১“।
১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) রোববার বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমির চত্বরে ভৈরবী দিনাজপুর এর সভাপতি সুনীল মজুমদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত পরিচালনায় আলোচনা পর্বে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, গ্যালাড়ী স্বড়ং এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ জেলা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, সাবেক পরিচালক স্বাস্থ্য ও বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ আহাদ আলী, দিনাজপুর নাট্য সমিতি’র সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বিশিষ্ট শিক্ষাবিদ ও বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর এর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও কবি মাসুদ মুস্তাফিজ।
এছাড়াও অনুষ্ঠানে সময় সল্পতার কারনে বক্তব্য দিতে পারেননি বিশিষ্ট কবি সাহিত্যক আধ্যাপক লাল মিয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন – রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি বিধান দত্ত, বাংলাদেশ কমিউনিস্ট পাটি জেলা কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল ইসলাম রাজু, সংগীত শিল্পী কল্যান পরিষদ দিনাজপুর এর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, অম্বিকা সাংস্কৃতিক পরিবার এর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) ও পাতা সাহিত্য ও সাংস্কৃতিক পরিবারের সভাপতি ওয়াসিম আহাম্মেদ শান্ত সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ভৈরবী’র শিক্ষিকা মারজিয়া খানম মৌ এর উপস্থাপনায় গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে ভৈরবী সংগীত শিক্ষা কেন্দ্রের শিল্পী ও শিক্ষার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.