দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে ইভিএম বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সরকারি এমএ মজিদ ডিগ্রি কলেজে গত ২৭ ও ২৮ অক্টোবর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম. মাঝহারুল ইসলাম, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ।
অতঃপর প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্পের (তৃতীয় পর্যায়ের) ঘর পরিদর্শন করেন।
তিনি নির্মাণ সামগ্রীর গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। এলাকার ইউপি সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.