দিঘলিয়া উপজেলার নদীতে জাটকা নিধন প্রতিরোধে বিশেষ কম্বিং অপারেশন 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়া উপজেলার আতাই ও ভৈরব নদীতে জাটকা নিধন প্রতিরোধে উপজেলা বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিঘলিয়া উপজেলার ভৈরব ও আতাই নদীর এ কম্বিং অপারেশনের ৪র্থ ধাপের শেষ দিনে কারেন্ট জাল, ৪টি বেহুন্দি জাল ও ৬টি চর ঘেরা জাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানে আটক ৩জন অবৈধভাবে নদীতে আটককৃত জাল দিয়ে মাছ শিকারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিঘলিয়া উপজেলার ভৈরব, মজুদখালী ও আতাই নদীতে মা ইলিশ সংরক্ষণ ও জাটকা সংরক্ষণে সরকারের ঘোষিত মাছ শিকারীদের বিরুদ্ধে প্রায় সারা বছর বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে।
এলাকার মৎস্যজীবিদের কল্যাণেই সরকারের এ সকল কর্মসূচি। তাদের জীবন যাত্রার মান উন্নয়ন ও ভিন্ন পেশায় আকৃষ্ট করার জন্য তাদের মাঝে প্রণোদনা সহায়তা স্বরুপ ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ৩০টি পরিবারের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.