দিঘলিয়ায় মাঈনুল হত্যায় থানায় মামলা আসামী-১৫, গ্রেপ্তার-১

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: হত্যাকাণ্ডের দুইদিন পর দিঘলিয়ার সেনহাটীতে দুর্বৃত্তের ধারালো রামদায়ের আঘাতে মাইনুল (৩০) হত্যায় নিহতের পিতা মিজানুর রহমান বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ৭ তাং ৮/৩/২০২৩। মামলায় প্রধান আসামী করা হয়েছে আল আমিনকে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার খুলনা এ প্রতিবেদককে বলেন, হত্যা মামলায় আসামী করা হয়েছে ১০ জনকে ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫ জনকে। এজাহারভুক্ত আসামি শাহ আলম মুন্সি (৩০) কে বুধবার (৮ মার্চ) সেনহাটি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৬ মার্চ) দুপুরে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় মাইনুল নামে এক যুবককে।  নিহত মাইনুলের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মারামারি, কুপিয়ে রক্তাক্ত জখমসহ ৭টি মামলা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.