দিঘলিয়ায় জাটকা সংরক্ষণে নদীগুলোতে বিশেষ অভিযান পরিচালিত

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: গত শুক্রবার (১০ মার্চ) দিঘলিয়া উপজেলার বিভিন্ন নদীতে জাটকা সংরক্ষণের লক্ষকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার ভৈরব, আতাই ও মজুদখালী নদীতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর দিঘলিয়া উপজেলার নদীগুলোতে জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার প্রতিরোধে অভিযান পরিচালিত হয়। এ আইন অমান্যকারীদের কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিতের বিধান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.