দামুড়হুদায় বেশি দামে সার বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা 


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দামে সার বিক্রি করায় তিন খুচরা বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান  নুরুল ইসলাম ট্রেডার্সের ১ হাজার, ওবায়েদুল ট্রেডার্সের ৫ হাজার ও নাসিম ট্রেডার্সের ৪ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সরকার নির্ধারিত দামের চাইতে অতিরিক্ত দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বেশী দামে বিক্রি করে আসছিল।
স্থানীয় কৃষকদের এমন অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা ১২ টা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান সারের  দোকানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এসময় তিনি ভোক্তা অধিকার আইনে তিন খুচরা বিক্রেতাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিনার মনিরুজ্জামান, কৃষি সম্প্রাসরন অফিসার অভিজিৎ সরকার, পেশকার জিহন আলী, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আতিকুল ইসলাম জুয়েল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার দিলারা রজমান বিটিসি নিউজকে বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.