দামুড়হুদার মুক্তারপুরে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগ : থানায় মামলা 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার মুক্তারপুরে বাক প্রতিবন্ধী এক যুবককে বলাৎকারে শিকার হয়েছেন। গতকাল রবিবার দুপুরে বাক প্রতিবন্ধীকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বলাৎকারে এ ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামে।
এ ঘটনায় বাক প্রতিবন্ধী যুবক আরিফুল ইসলামের পিতা শুকুর আলী বাদী হয়ে আজ সোমবারে একই গ্রামের মাঝপাড়ার  আমির হোসেনের ছেলে আলামিন (২৬) বলাৎকারে অভিযোগ এনে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় বাকপ্রতিবন্ধী আরিফুল ইসলাম  (২৬) খড়ের মাঠে ঘাস কাটতে যায়।  এ সময় এ সময় আলামিন জোরপৃর্বক বলাৎকার করার বাকপ্রতিবন্ধী আরিফুলের বড় ভাই ফারুক দেখে ফেললে আলামিন পালিয়ে যায়। বিষয় নিয়ে পাড়ায় হৈ চৈ পড়ে যায়।
পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেননি। এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসি। সাবেক  ইউ.পি সদস্য হাসান আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, লম্পট আলামিনের বিরুদ্ধে আপন চাচাতো ভায়ের ছেলেকে বলাৎকার করে। শিশুটি ৫/৬ মাসপর মারা যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল খালেক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকারে ঘটনায় লম্পট আলামিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাক প্রতিবন্ধীর পিতা। আসামী আলামিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.