দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে উচ্চস্বরে মাইকিং অতিষ্ঠ ব্যবসায়ীরা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারসহ অত্র এলাকায় মাইকিং এর ফলে ব্যবসায়ী, পথচারী সহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।

বিভিন্ন কোম্পানীর আমদানীকৃত নিত্য নতুন পণ্য এবং ব্যবসায়ীদের প্রচারণার প্রতিযোগিতার মেলা উৎসব ও মাইকের উচ্চস্বরে প্রচার প্রচারণার শব্দ। মোবাইল মেলা, বিভিন্ন কোম্পানীর পণ্যের মেলা, মোবাইল সিমের মেলা, মাংস বিক্রি , ভ্রাম্যমাণ ডাক্তার মেলা ও ভুট্রার বীজ সহ ইত্যাদি।

এই সব সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার প্রচারের জন্য সাউন্ড বক্স ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, অনেক ক্ষেত্রে দিনের বেলাতেও মাইকে অনুষ্ঠানের প্রচার চলছে।
কার্পাসডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: সহিদুল ইসলাম বলেন উচ্চ শব্দ দূষণ এর ফলে শিশুদের ক্ষতি হয়।
তাছাড়া উচ্চ শরে মাইকিং এর ফলে হার্ডের সমস্যা জনিত রোগীর অনেক ক্ষতি হতে পারে। উচ্চ শব্দে মাইকিং এর ব্যবহারে মানা হচ্ছে না কোন আইন। নেওয়া হচ্ছে না কোন আইনি ব্যবস্থা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.