দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় শোক দিবস পালিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ, লীগ সোমবার সকাল ৭ টায় (ব্রীজ মোড়) দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ,লীগের সহসভাপতি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস।
আলোচনাসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক নজির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মোখলেসুর রহমান রিপন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি, ছাত্রলীগের সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালে ১৫ আগষ্টে সকল শহীদের আত্নার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা মাঝপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.