দাউদকান্দিতে বাস থেকে ২ ছিনতাইকারী আটক

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার দাউদকান্দিতে বাস থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৯ মে) হাইওয়ে পুলিশ তাদের দাউদকান্দি থানায় হস্তান্তর করে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিটিসি নিউজকে বলেন, রবিবার রাতে ঢাকা হতে হোমনাগামী (ঢাকা মেট্রো-জ ১১-০৩১২) বাসে মদনপুর হতে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী ওঠে। তারা বাসের ড্রাইভার, হেলপার ও সুপার ভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে ৩০ হাজার টাকা নিয়ে যায়। ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিনকে (৩১) আটক করে। অপর আসামি মোহাম্মদ শিশির (৩৫) গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে আটককৃত আসামিদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে দাউদকান্দি মডেল থানায় সোপর্দ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.